ঊর্ধ্বপাতন কাকে বলে? ঊর্ধ্বপাতিত পদার্থের উদাহরণ 

ঊর্ধপাতন কাকে বলে?


 ঊর্ধ্বপাতনঃ যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সেটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্বপাতন বলে।


Concept Clear:

একটি কঠিন পদার্থকে তাপ দিলে সেটি প্রথমে তরলে পরিণত হবে, তারপর একে আরো তাপ দিলে সেটি বাষ্পে পরিণত হয়। ধর বরফ একটি কঠিন পদার্থ। একে তাপ দিলে প্রথমে তরলে পরিণত হবে। আরো তাপ দিলে বাষ্পে পরিণত হবে। কিন্ত ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে তাপ দিলে সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়।


সাধারণ পদার্থের ক্ষেত্রেঃ



কিন্ত ঊর্ধ্বপাতিত পদার্থ গুলোকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হবে। 

ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রেঃ

ঊর্ধ্বপাতন



ঊর্ধ্বপাতিত পদার্থের উদাহরণ মনে রাখার উপায়ঃ

সাবেক আয়না এলো

সা  সালফার(S)

বে➡বেনজয়িক এসিড 

ক➡কর্পুর(C10H160),কঠিন কার্বন ডাই-অক্সাইড (CO2)

আ➡আয়োডিন(I2)

না➡ন্যাপথালিন(C10H8),নিশাদল(NH4Cl)

এলো➡ অ্যালোমিনিয়াম ক্লোরাইড(AlCl3)


মনে রাখবেঃ

ঊর্ধ্বপাতনপ্রক্রিয়ায় যে বাষ্প তৈরি হয় তাকে ঠান্ডা করলে পুনরায় কঠিন পদার্থ পাওয়া যায়।